দোহারে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

1260

যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর ভাবে পালন করেছে দোহার উপজেলা যুবলীগ। বুধবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দোহার উপজেলা যুবলীগ। দোহার উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সিনি. সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউর রহমান বারকু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা যুবলীগের সিনি. সহ সভাপতি সালাউদ্দিন দ্বরানী। দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন(ভিপি আলমাস) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচলনা করেন দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ।

আলোচনা অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দোহার থানা ওসি সিরাজুল ইসলাম অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

আপনার মতামত দিন