দোহারে মোবাইল কোর্ট পরিচালনায় ১৩জনকে অর্থদন্ড

254
দোহারে মোবাইল কোর্ট পরিচালনায় ১৩জনকে অর্থদন্ড

প্রতিবেদন আল-আমিনঃ- ঢাকার দোহার উপজেলা জয়পাড়া কলেজ মোড় এলাকায় ড্রাইভিং লাইলেন্স ও হেলমেট না থাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৩ জন কে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার(১১ই অক্টোবর) দুপুরে ঢাকা-দোহার সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মোঃ মামুন খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত দখল, গণউপদ্রব সংঘটন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, বেপরোয়াভাবে মোটরযান চালনা, যত্রতত্র পার্কিং, যথাযথভাবে হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯, দণ্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৩ ব্যক্তিকে ৩১,০০০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এসময় তিনি বলেন দোহারে বেশিরভাগ বাইকারগণ হেলমেট সহ লাইসেন্স ব্যবহার করে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে রাস্তায় দুর্ঘটনায় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে ও অবৈধভাবে ফুটপাত দখল প্রতিরোধ, গণউপদ্রব ও যানজট নিরসন এবং সড়কে মোটরযান ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে দোহার উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে সহযোগিতা করে দোহার থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

অন্য খবর  শুরু হলো স্বপ্নের যাত্রাঃ কোঠাবাড়ী কলেজের মাটি ভরাটের জন্য স্বেচ্ছাশ্রম

 

আপনার মতামত দিন