দোহারে মৈনটঘাট ও আশপাশে ভাঙন

41
দোহারে মৈনটঘাট ও আশপাশে ভাঙন

হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা ঢলে ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে বাহ্রাঘাট পর্যন্ত ব্যাপক এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী মানুষ চরম আতঙ্কে দিন পার করছেন। সরেজমিন দেখা যায়, মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট, চরকুসুমহাটি, পুরুলিয়া, দেওভোগসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়েছে। বিশেষ করে মৈনটঘাট লঞ্চ টার্মিনালসহ বেশ কিছু স্থান গত দুদিনে পদ্মার ভয়াল গ্রাসে নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। তারা বলেন, প্রতিবছরই অল্পস্বল্প নদী ভাঙে। তবে এবার নদীতে স্রোত বেশি মনে হচ্ছে। ফলে ভাঙন বেশি হচ্ছে। দ্রত ব্যবস্থা না নিলে এই ভাঙন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এ বিষয়ে স্থানীয় আক্তার হোসেন বলেন, হঠাৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে ভাঙন বেড়েছে। এতে দোহারের পদ্মা নদী সংলগ্ন একাধিক এলাকা ভাঙনের কবলে পড়েছে। ফসলি জমিসহ স্থানীয় নদী তীরবর্তী বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। এখনই ভাঙন প্রতিরোধ না করা গেলে অসংখ্য মানুষ তাদের কৃষিজমিসহ বসতবাড়ি হারাবে।

অন্য খবর  সালমান এফ রহমানের হলফ নামায় কি কি আছে।

মৈনটঘাট এলাকার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, কোনোমতে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন। চলমান মৌসুমে ভাঙন বৃদ্ধি পেলে তাদের বেচাকেনা বন্ধ হয়ে যাবে। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে থাকতে হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত বলেন, আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। দোহারে সেনাবাহিনী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত দিন