দোহারে মা ইলিশ ধরায় ৪ জেলের কারাদন্ড

369

দোহার উপজেলার মৈনটঘাটে পদ্মা নদীতে নিষেধ অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরায় ৪ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈনটঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. আল-আমীন ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইমরুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করা হয়। পরে তা পুড়িয়ে ধংস্ব করে প্রশাসন। প্রত্যেক জেলেকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্ত জেলেরা হচ্ছেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খালের পাড় গ্রামের আবু কালাম মাতাবরের ছেলে মো. আলম (২৭), মধুরচর গ্রামের হাকিম হওলাদারের ছেলে মো. ছোরহাব (৩৮), খালের পাড় গ্রামের বাতেন মোল্লার ছেলে মাসুদ (২০) এবং একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. মাহফুজ আলী (২১)।

আপনার মতামত দিন