দোহারে মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড

120
দোহারে মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৪এপ্রিল) দোহার উপজেলার জয়পাড়া বাজার এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় দোহার উপজেলার নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতামূলক প্রচার চালাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে ও সারাদেশের নেয় যে লকডাউন দেয়া হয়েছে সেটা সরকারি নির্দেশনা মুতাবেক প্রতিফলিত হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার ও ১২০টি মাস্ক বিতরণ করা হয়।

এ সময়ে স্বাস্থ্যবিধি না মানায় ও মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০জনকে ১ হাজার ৮শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় সার্বিকভাবে সহযোগীতা ছিলেন,দোহার থানা পুলিশ এস আই  নান্টু।

আপনার মতামত দিন