ঢাকার দোহার উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৪এপ্রিল) দোহার উপজেলার জয়পাড়া বাজার এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় দোহার উপজেলার নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতামূলক প্রচার চালাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে ও সারাদেশের নেয় যে লকডাউন দেয়া হয়েছে সেটা সরকারি নির্দেশনা মুতাবেক প্রতিফলিত হবে।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার ও ১২০টি মাস্ক বিতরণ করা হয়।
এ সময়ে স্বাস্থ্যবিধি না মানায় ও মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০জনকে ১ হাজার ৮শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় সার্বিকভাবে সহযোগীতা ছিলেন,দোহার থানা পুলিশ এস আই নান্টু।