ঢাকার দোহার উপজেলায় মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৩০শে মার্চ দোহার উপজেলার জয়পাড়া বাজার মেইন রোড, কলেজ মোড় এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতামূলক প্রচার চালাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ করা হয়।
এ সময়ে স্বাস্থ্যবিধি না মানা ও মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০জনকে ২ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জনসাধারণের মাঝে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০টি মাস্ক বিতরণ করেন।
এসময় সার্বিকভাবে সহযোগীতা ছিলেন,দোহার থানা পুলিশ।