দোহারে মাদ্রাসা ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ

656
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

ঢাকার দোহার উপজেলায় রওজাতুল ইমলাম দাখিল মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুনবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজে নিভিকেশন কোম্পানির চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন এর ব্যক্তিগত তহবিল থেকে গত শুক্রবার সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ৩৩ জন এতিম ছাত্রের মাঝে নতুন বস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: বিল্লাল হোসেন বলেন, এলাকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আমি সব সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা দিয়ে থাকি। আমি এই এলাকার সন্তান। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। দলমত নির্বিশেষে সবাই শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমার বাবা একজন সমাজসেবক ছিলেন। তিনি সর্বদা এলাকার বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করতেন। আমিও আমার বাবার মতই এলাকাবাসীর পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.মাহবুব বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. আলমগীর হোসেন. বিশিষ্ট ব্যবসায়ী আমানুল হক প্রমুখ।

আপনার মতামত দিন