দোহারে মাদক ব্যবসায়ী সোহেল আটক

1052

দোহারে মাদক ব্যবস্যায়ী সোহেলকে আটক করেছে দোহার থানা পুলিশ।গত ২৯ নভেম্বর মঙলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার রুইথা বিল এলাকায় মাদক বিক্রির সময় এক পুরিয়া হেরোইনসহ তাকে আটক করে দোহার থানা পুলিশের একটি বিশেষ দল।

সোহেল দোহার উপজেলার মুকসদপুর ইউনিয়নের রুইথ্যা গ্রামের শেখ জয়তনের ছেলে।

এ বিষয়ে দোহার থানার ফুলতলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো.ফারুক জানান,”সোহেল পুলিশের তালিকায় চিহ্নিত একজন মাদক বিক্রেতা। অভিযোগ গঠনের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন