দোহারে মাদক ব্যবসায়ীর সাজা

256

আবু তাইমিয়া♦ ঢাকার দোহার উপজেলায় মাদক বিরোধী অভিযানে সজিব(২৫) নামের এক  যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতে । আটককৃত সজিব উপজেলার বাহ্রা গ্রামের মিয়া খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ সজিবকে আটক  করে পুলিশ। রাতেই পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শামীমুল হক পাভেল মাদক ব্যবসায়ী সজিবকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

আপনার মতামত দিন