ঢাকা জেলার দোহার উপজেলার বাবুল মাদবর (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দোহারের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ সাজা দেন।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে মাদক বিক্রির সময় দোহার উপজেলা লটাখোলা কবরস্থান এলাকা থেকে বাবুলকে আটক করে দোহার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত বাবুল দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকার দশা মাদবরের ছেলে।
সে সময় দোহার থানা পুলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোঘণা দিয়েছে তার এই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা দোহার থানা পুলিশ কাজ করে যাচ্ছি।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ সাজা কালে বলেন, দোহারে কোন মাদক সেবক ও ব্যাবসায়ীকে ছাড় দেওয়া হবে না।