দোহারে মাদকসেবীর সাজা

ঢাকার দোহারে সোহেল মোড়ল (২০) নামে এক মাদকসেবীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোহেল মোড়ল উপজেলার উত্তর রাধানগর এলাকার জামাল মোড়লের ছেলে বলে জানা যায়। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে যায়, রবিবার সকালে উপজেলার রাধানগর থেকে গাজা সেবনের সময় সোহেল মোড়লকে আটক করে দোহার থানা পুলিশ। পরে সোহেলকে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপনার মতামত দিন
error: Content is protected !!