দোহারে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার

204

দোহারে সোমবার রাত ১১টার দিকে উপজেলার চর কুসুমহাটি  গ্রামে ফারুক নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদসহ  ৪ মদ্যপায়ীকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- সাদ্দাম হোসেন (২১), আহম্মদ (২৪), নুরজামাল (১৮) ও ফিরোজ মোল্লা (১৯)। প্রত্যেকেই একই গ্রামের বাসিন্দা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফারুক পালিয়ে যায়।

দোহার থানার তদন্ত কর্মকর্তা নিউজ৩৯-কে জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর কুসুমহাটি গ্রামের মাদক ব্যবসায়ী ফারুকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।

আপনার মতামত দিন