দোহারে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

408

ঢাকার দোহারের কার্তিকপুর বাজার এলাকায় মটরসাইকেলের ধাক্কায় অঞ্জলী কর্মকার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সে কার্তিকপুর বাজার এলাকার নির্মল কর্মকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে কার্তিকপুর কালীমন্দির যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় সুন্দরীপাড়া থেকে দ্রুত গতীতে আসা একটি মটরসাইকেল ধাক্কা দেয় অঞ্জলী কর্মকারকে। এসময় রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। পরে পথেই মৃত্যু হয় অঞ্জলী কর্মকারের। এদিকে দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায় মটরসাইকেল আরোহী।

এ বিষয়ে মাহমুদপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই সুজন বিশ্বাস জানান , আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর মটরসাইকেল সহ আরোহী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবার এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন