দোহারে মটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত 

1993
দোহারে মটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত 

দোহার উপজেলায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত সিজান (১৪) উপজেলার মালিকান্দা গ্রামের সেলিমের ছেলে। আহত রাফিজ মালিকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং আরাফাত উত্তর শিমুলিয়া গ্রামের আবুল মৃধার ছেলে।

গত ৩০ নভেম্বর বুধরার বিকেলে দোহার উপজেলার জালালপুর পদ্মা বাইপাস সড়কে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী তিন সহপাঠী একটি মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্তণ হারিয়ে জালালপুর-মুন্সিকান্দা ব্রিজসংলগ্ন কড়ইগাছের সঙ্গে সংঘস ঘটে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসক সিজানকে মৃত ঘোষণা করে। আহত রাফিজ ও আরাফাত গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

আপনার মতামত দিন