সুবর্ণা মাহম্মুদ এর রচনা ও জয়পাড়া মডেল স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান এর পরিচালনায় এবং দোহার উপজেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মহান বিজয় দিবসে মঞ্চায়িত হয় নাটক “স্বাধীনতা”। ১৬ই ডিসেম্বর, শনিবার রাত ৮টায় প্রদর্শিত হয় নাটকটি। দোহার, নবাবগঞ্জ, কেরাণিগঞ্জ থেকে অগণিত দর্শক নাটকটি দেখার জন্য সমবেত হয় জয়পাড়া মডেল স্কুল মাঠে ।মাত্র ৫দিনের রিহার্সল নিয়ে নাটকটি মঞ্চায়িত হয়। সকলকে পরিচালক নজরুল ইসলাম খান, অভিনেতা রাজীব শরিফ ও কাজী জিয়াদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।
নাটকটিতে বর্তমান সময়ে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি রাজাকারদের প্রভাব, যুবকদের নেশার প্রতি ঝুকে পড়া,বাল্যবিবাহ, ইভটিজিং সহ নানা চিত্র তুলে ধরা হয়।
আপনার মতামত দিন