ঢাকার দোহার উপজেলায় বাবু এবং আ. জলিল নামে দুইব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড প্রদান করেছেন। সোমবার তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলো- জয়পাড়া ইলেকট্রনিক্সের মালিক বাবু(৩২) এবং লটাখোলা বিলের পাড় গ্রামের মদন বেপারীর ছেলে আ. জলিল(৪০)।
জানা যায়, সোমবার উপজেলার জয়পাড়া বাজারে রাস্তা দখল করে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি ও অবৈধভাবে লটারী কুপন পরিচালনা করে জনসমাগমের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬/৮৮ ধারায় জয়পাড়া ইলেকট্রনিক্সও বাবুকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে, দোহার থানা পুলিশের অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(২১)ধারায় সেবনকারী আ. জলিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করেন।
আপনার মতামত দিন