ঢাকার দোহার উপজেলায় আ. মান্নান বেপারী ( ৫২) নামে এক মাদক সেবীর কারাদণ্ড দিয়েছে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আ. মান্নান রাইপাড়া ইউনিয়নের মৃত সাহদ আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পালামগঞ্জ বাজারে নিয়মিত গাঁজা সেবনের সময় আ. মান্নানকে গাঁজাসহ হাতেনাতে আটক করে দোহার থানা পুলিশ। পরে তাকে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আ. মান্নানকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড দেন। পরে জব্দকৃত গাজা ধ্বংস করা হয়।
আপনার মতামত দিন