দোহারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

1013
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

ঢাকার দোহার উপজেলার জামালচর এলাকায় ভিমরুলের কামড়ে তালহা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তালহা  উপজেলার জামালচর  গ্রামের মোহাম্মদ ফিরোজ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘটনার কিছুক্ষন পূর্বে তালহা তার বন্ধুদের সাথে বাড়ীর পাশে বল খেলার সময় ভিমরেুল বাসায় বল লাগলে ভিমরুল তালহার মুখমন্ডলে কামড় দেয়। এ সময়ে আত্মচিৎকারে স্থানীয়রা  এগিয়ে আসলে তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান,কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন