দোহারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা

206

জুবায়ের শরীফ : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দোহার জয়পাড়া নব নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দোহার উপজেলার প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণ।

২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২ঃ০১ মিনিটে দোহার উপজেলার কেন্দ্রীয় নবনির্মিত শহীদ মিনারে দোহার উপজেলার প্রশাসনের নেতৃত্বে শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর দোহার থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় তারপরপরি বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যাক্তিরা ফুলদিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদের প্রতি। এসময় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,তাঁতীলীগ,মহিলা আওয়ামীলীগ উপস্হিত ছিলেন।

এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

আপনার মতামত দিন