দোহারে ভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

132

ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দোহারেও বিভিন্ন ধধরনের কর্মসূচির গ্রহণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জয়পাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দোহার থানা পুলিশের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায় ক্রমে দোহার পৌরসভা, দোহার প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ,
যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ,
সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দোহারের শহীদ মিনার প্রাঙ্গণে চলে দোহার উপজেলা শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের গান,কবিতা আবৃত পরিবেশন করা হয়।a

আপনার মতামত দিন