দোহারে ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত

106

ঢাকার দোহারে জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সমিতির নব- নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুরু মোল্লার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন, দোহার থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম.আব্দুল খালেক,দোহার প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ শামিম, দোহার উপজেলা সমবায় অফিসার আরিফা বানু, দোহার আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আলমাছ উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাশেদ চোকদার সহ দোহার পৌরসভার কাউন্সিলরগন।

আপনার মতামত দিন