দোহারে বেড়েছে শিশু শ্রম

641

ঢাকার দোহারে বেড়েছে শিশু শ্রম। জয়পাড়া, কার্তিকপুর, মৈনট, মেঘুলা, নারিশা, ফুলতলা ও পল্লিবাজারের হোটেল গুলোতে মধ্যরাত পর্যন্ত কাজ করছে দশ থেকে ১২ বছরের শিশুরা। যে বয়সে তাদের হাতে থাকার কথা বই খাতা সেই বয়সে অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লীবাজারের জামাই হোটেলে সোহেল (১০) নামে একটি শিশু দুই বছর ধরে প্লেট ধোঁয়ার কাজ কাজ করছে। উপজেলার নারিশা বাজারে সাগর হোটেলে মনির (১১), মেঘুলা বাজারে সুমন (১২), জয়পাড়া ভাই বোন হোটেলে উজ্জল (১১), কার্তিকপুর সোমা হোটেলে করিম (১০) ও মৈনট ঘাট রিমা হোটেলে আলী (১১) নামে শিশুরা কাজ করছে।

হোটেল মালিক রিপন জানায়, শিশুদের মাসিক বেতন ১৮ শত থেকে দুই হাজার টাকা বেতন দিলে ভোর থেকে মধ্য রাত পর্যন্ত কাজ করানো যায়। হোটেল ছাড়াও রাজ মিস্ত্রীর কাজে, পরিবহন, ওয়েল্ডিং ওয়ার্কশপে শিশুদের ব্যাপক হারে কাজ করতে দেখা যায়।

আপনার মতামত দিন