দোহারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রিক্সা বিতরণ 

85
দোহারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রিক্সা বিতরণ 

দোহারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাবু মিয়া -বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রোমান মিয়ার নিজস্ব অর্থায়নে দোহার ও নবাবগঞ্জের হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে কাঠালীঘাটা মাসুম মিয়ার নিজ বাড়িতে হতদরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারকে সাথে নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

উক্ত অনুষ্ঠানে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া উদ্বোধক হিসেবে ( ভার্চুয়াল) অনুষ্ঠান উদ্ভোদন করেন , এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, দোহার পৌরসভার যুগ্ম- আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, দোহার পৌরসভার সংরক্ষিত আসন ১’২’৩ নং মহিলা কাউন্সিল ইসরাত জাহান বনানী, ১নং ওর্য়াডের কাউন্সিল আলমগীর মুবিন,২নং ওর্য়াডের কাউন্সিল শওকত হোসেন বেপারী, ৪নং ওর্য়াডের কাউন্সিল পাপেল মাহমুদ নিজাম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বেপারী, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, দোহার উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল আহমেদ, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণত সম্পাদক হাবিবুর রহমান বেপারী, জয়পাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণত সম্পাদক আব্দুর রহমান শান্ত,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,আইয়ুব বাওয়ালী,ইসমাইল মাদবর, শহিদুল ইসলাম, আফজাল হোসেন ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অন্য খবর  ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব রোমান মিয়া বলেন, আপনাদের সকলের সহযোগিতায় দোহার ও নবাবগঞ্জের মানুষের পাশে সব সময় থাকতে চাই এবং দোহার ও নবাবগঞ্জের হতদরিদ্র পরিবারের মাঝে আমার এই কার্যক্রমকে সব সময় অব্যাহত রাখতে চাই।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও রোমান মিয়ার মা সুবিধা বঞ্চিতদের হাতে অটো রিক্সা চাবি তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ( ভার্চুয়াল) বাবু মিয়া বেগম রোকিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোমান মিয়া।

আপনার মতামত দিন