দোহারে বেপরোয়া গাড়ী চালানোর প্রতিবাদে মানববন্ধন

218

ঢাকার দোহার উপজেলায় বেপরোয়া ভাবে গাড়ী চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে দোহার বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন। মালামালবাহী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আল-ইমরান নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দোহার উপজেলার জয়পাড়া গালস স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দোহার বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের পক্ষ থেকে বেপরোয়া গাড়ী চালানোর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি দেন। এসময় দোহার বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলে আমাদের দায়ত্ব পালনের সময় আল-ইমরান মৃত্যু বরন করেন। তার মৃত্যুর পর তার ব্যাগ থেকে ডেলিভারি দেওয়ার জন্য ভাউচার নিয়ে সেই দিনই পণ্য ডেলিভারি দেন। রিদিসা কোম্পানি যে ডিলার আছে তার ডিলারসিপ বাতিলের জন্য আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাই। উল্লেখ্য, গত মঙ্গলবার(৪ মার্চ’২১ইং) সন্ধ্যায় উপজেলার বাঁশতলা-কার্তিকপুর সড়কের করিমগঞ্জ নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় রিদিসা কোম্পানীর দোহার উপজেলার বিক্রয় প্রতিনিধি আল-ইমরান নিহত হয়। নিহত আল-ইমরান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার থেকে আল-ইমরান বাইসাইকেল যোগে জয়পাড়ার উদ্দেশ্যে রওনা দেন। করিমগঞ্জ নামক স্থানে পৌঁছালে একটি মালবাহী ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার মতামত দিন