দোহারে বৃদ্ধ অপহৃত

530
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

দোহারে মকবুল বেপারি (৬৫) নামে একজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতের বড় ভাই জালাল বেপারী নিউজ৩৯-কে জানান, “আমার ছোট ভাই আজ বেলা ১২:৪৫ মিনিটে বিদ্যুৎ বিল দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তার পনের মিনিট পরেই তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মকবুলের মেয়ের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আজ্ঞাত পরিচয়ে একজন ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মকবুলকে মাইক্রবাসে করে অপহরণের কথা স্বীকার করে। এবিষয়ে দোহার থানায় একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত দিন