দোহারে বীর মুক্তিযোদ্ধা সামছু খানকে রাষ্টীয় মর্যাদায় দাফন

473
সামছু খান

দোহার উপজেলায় লটাখোলা নাগেরকান্দা গ্রামের কৃর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা সামছু খানকে রাষ্টীয় মর্যদায় দাফন কাজ সম্পূর্ণ করা হয়। গত মঙ্গলবার বিকালে তিনি ঢাকা একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি নিজ জন্ম ভূমির মাটিকে তার জীবনের চেয়ে বেশি ভালবাসতেন। যার ফলে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় তার নামটি লিপিবদ্ধ করেন এবং যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি এক সাহসী যোদ্ধা ছিলেন। তার সাহসের তারিফ করেন ,যুদ্ধ কালীন কমান্ডার রজ্জব মোল্লা। তার মৃত্যুতে তার সহযোদ্ধারা আবেগ আপলোপিত হয়ে পড়েন এবং তার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় মরহুমের জানাযায় মাগরিবের নামাযের পর লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নাগের কান্দা ঈদ গাহ্ধসঢ়; মাঠে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। মরহুমের জানাযা শেষে তাকে লটাখোলা নাগের কান্দা আখিরি মঞ্জিল কবর স্থানে দাফন করা হয়। তিনি নাগের কান্দা গ্রামের মৃত রশিদ খানের ছেলে ।মৃত্যুকালে ৪ সন্তান ও ২ স্ত্রী রেখে মারা যান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা, মুক্তিযোদ্ধা কমান্ডার রজব মোল্লা,সমাজ সেবক জামাল বেপারি, কুসুম হাটি ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ আমজাদ হোসেন আজাদ, থানা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ডা: এ্যামদাদ মোল্লা, বজলুর রহমান পপি খান সহ প্রমুখ ।

আপনার মতামত দিন