দোহারে বিষপানে মহিলার আত্মহত্যা

821
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

ঢাকার দোহার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে নূরী (৪৭) নামে এক মহিলার আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে ঘটনা ঘটে। সে উপজেলার বাধানগর গ্রামের মৃত মতি শেখের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রাধানগর গ্রামের নুরীর সাথে তার  ছেলের বউয়ের সাথে শুক্রবার সন্ধায় কথাকাটি হলে অভিমান করে জয়পাড়া বাজার থেকে কীটশানক কিনে পান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে  তাকে অসুস্থ অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে ঢাকা স্যার সলিমুল্লাহ্ হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দোহার থানার উপ-পরিদর্শক রহিম জানান এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাই নি।

আপনার মতামত দিন