দোহারে বিশ্বকাপ উপলক্ষে মনোমুগ্ধকর র‍্যালি

657

কে. টুটুল♦ এগিয়ে যাও বাংলাদেশ” শ্লোগানে মুখরিত দোহার থানার জনগন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত রেলীটিতে নেতৃত্ব দেন দোহার থানার নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত। এতে সর্বস্তরের জনগনসহ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক শিক্ষিকাসহ, ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন।

 

রেলীটি দোহার উপজেলা গেট থেকে বেলা ১১টায় শুরু করে ডাক বাংলা রোড প্রদক্ষিন করে রতন স্বাধীনতা ভাস্কর্যে গিয়ে শেষ হয়। উপজেলা স্বাধীনতা স্মৃতি স্তম্ভে সংক্ষিপ্ত আলোচনা শেষে খাবার পরিবেশন করা হয়। এবং বাংলাদেশের বিজয় কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব দুপুর ৩টায় জয়পাড়া হাইস্কুল মাঠে শুরু হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হবে। সন্ধায় এই প্রথম দোহারে আতশবাজির মনোমুগ্ধকর শো এর আয়োজন করা হবে। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আইসিসি বিশ্বকাপের উদ্ভদোনী আনুষ্ঠানটি বড় পর্দায় জয়পাড়া স্কুল মাঠে সরাসরি দেখানো হবে।

অনুষ্ঠানটি স্পনসর করেছেন ইসলামী বাংক বাংলাদেশ লি. ও ডেসটিনি গ্রুপ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও ওয়ান মোর জিরো কম্যুনিকেশন।

 Worlscup Rally

Worldcup Rally

Worldcup Rally

আলোকচিত্র: এম. মামুন

অন্য খবর  নবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ উদযাপন 

 

নিউজ ৩৯ ♦ফেব্রু/১৭

আপনার মতামত দিন