দোহারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন

75

ঢাকার দোহারে উপজেলায় আজ মঙ্গলবার (২৭শে অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সামাজিক বণ বিভাগ এর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ জনাব সালমান এফ রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষ হতে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয় সে সময় এই চারা গাছ বিতরণ করেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান। নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক, প্রধান শিক্ষকগন ও দোহার উপজেলার কর্মকর্তাগন।

আপনার মতামত দিন