দোহারে বিনামূল্যে ওষুধ বিতরণ

193

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলার চরকুশাই গ্রামের অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক আকবর পাঠান ফারুক এমপি’র নির্দেশে কেন্দ্রীয় কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক এম এ মিলনের নিজ অর্থায়নে বুধবার সন্ধ্যায় প্রায় ৮শতাধিক পরিবারের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহসান সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ হিল ফারুক, নায়িকা অঞ্জলি সাথী, সংগঠনের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. ফরহাদ বেপারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ প্রমুখ।

আপনার মতামত দিন