দোহারে বিনামূল্যেশাক- সবজি বিতরণ

1232

ঢাকা জেলার দোহার উপজেলার পল্লিবাজারে আলী আকবর ( চেয়ারম্যান) ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় সাধারন মানুষের মাঝে সবজি (ত্রান) বিতরন করা হয়েছে। এই সময় ১০০ পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। বুধবার সকাল ১০ টার সময় অসহায় পরিবারগুলোর মাঝে এই ত্রান পৌছে দেয়া হয়।

 

সারা দেশের মতো দোহারও করোনা মহামারী আকার ধারন করেছে। সাধারন মানুষের কাজ না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় আলী আকবর(চেয়ারম্যান) ফাউন্ডেশন। তাদের পক্ষ থেকে এই অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় সবজি পৌছে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের পরিচালক মোঃ সারোয়ার আলম হানিফ (সাবেক ঢাকা জেলা ছাত্র নেতা)। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা রুবেল, শাকিল হোসেন, মেম্বার আলী হোসেন,রশিদ মেম্বার,নাজিমুদ্দিন,মিলু মিয়া। এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন