দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ৩ গরু

735

ঢাকার দোহার উপজেলায় ইকরাশী সড়কপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে খামারি পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতির শিকার হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ইকরাশী সড়কপাড় এলাকার বাদশা দেওয়ানের ছেলে সুমন দেওয়ানের গরুর খামারের ঘর মেরামতের কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের তার ছেঁড়া থাকায় পুরো ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তিনটি গর্ভবতী গরু মারা যায়। এ সময় বিদ্যুতের লাইন বন্ধ করে দিলে প্রাণে বেঁচে যায় খামারের অন্য গরুগুলো।

খামারি সুমন দেওয়ান বলেন, সাভার যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর দু’টি গরু দিয়ে খামার শুরু করেছিলাম। খামারে ছোট-বড় মিলিয়ে আটটি গরু ছিল। দুর্ঘটনায় আমার খামারের বড় ও বিদেশী দুধালো জাতের মূল্যবান তিনটি গরু মারা গেছে। আগামী তিন মাসের মধ্যে তিনটি গাভীরই বাচ্চা প্রসব করার কথা ছিল।

আপনার মতামত দিন