দোহারে বিদেশী মদ উদ্ধার: ৪ মদ্যপ আটক

343

নিউজ ৩৯ :: শুক্রবার দোহার থানা পুলিশ বিদেশী মদ সহ ৪ মদ্যপকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার এস আই আজাদের নেত্রেত্ব একটি বিশেষ টিম বাংলাবাজারএর মবজেলের বাড়ী থেকে বিদেশী মদসহ মদ্যপ অবস্থায় এদের আটক করে।

আটককৃতরা হলো থানার মোড়ের খলিলের বড় ভাই মো. আলি, পিতা- মুন্নাফ ব্যাপারি; রায়পাড়ার গৌড় চন্দ্র দাস, পিতা- কালা চন্দ্র দাস; শিলাকোঠার জনি, পিতা- খোকা মুন্সি; এবং আবুল বাশার বাদশা, পিতা- সুলতান।

এদের বিরুদ্ধে জরিমানাসহ আইনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

আপনার মতামত দিন