দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ: ৩ জনের কারাদন্ড

276

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলার পূর্ব ধোয়াইর এলাকায় ভ্রাম্যমাণ আদাতের অভিযানে একটি  বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে আটক করে প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
গত শনিবার বিকাল ৫ টায় উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিয়ের আসর থেকে কনের চাচা ফজর আলী মেল্লা (৭০), বর আনোয়ার হোসেন মোল্লা (২৬) এবং বরের পিতা হযরত মোল্লা (৪৯) কে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেলের আদালতে হাজির করলে আসামীরা তাদের অপরাধ স্বীকার করলে আদালত প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, পূর্ব ধোয়াইরের  সফিউদ্দিনের মেয়ে ও বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী  বিথী আক্তার (১৪) কে বড় রামনাথপুর এলাকার হযরত মোল্লার পুত্র আনোয়ার হোসেন মোল্লার সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। তারা ভুয়া এফিডেভিটের মাধ্যমে কনেকে কোর্টে হাজির না করে কনের বয়স বাড়িয়ে নেয়।

আপনার মতামত দিন