দোহারে বাকি না দেয়ায় কুপিয়ে হত্যাচেষ্টা

721

মো আল-আমিন ও শরিফ হাসান: ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে বৃহস্পতিবার রাতে কুপিয়ে দুইজনকে হত্যাচেষ্টা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কিছু উচ্ছ্র্ংখল যুবক পালামগঞ্জ বাজারের মুদি দোকানদার আব্দুল হালিমের দোকানে সিগারেট কিনতে আসে। এসময় আব্দুল হালিম টাকা চাইলে, তারা বলে বাকিতে দিতে। তিনি দিতে না চাইলে, তারা আব্দুল হালিমকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে পালামগঞ্জ বাজারের নৈশ প্রহরী শ্যামল দৌড়ে এলে, তাকেও তারা কুপিয়ে যখম করে। তাদের আর্তনাদ ও চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে, দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে আহতদেরকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন।

শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিমের অবস্থা আশংকাজনক। নৈশ প্রহরী শ্যামলের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তার অবস্থাও আশংকাজনক। দোহার থানা পুলিশ আব্দুল হালিমের দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানা গিয়েছে। পালামগঞ্জ বাজারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত দিন