দোহারে বসতবাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

657

ঢাকার দোহার উপজেলায় বসত বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে। উপজেলার পূর্ব লটাখোলা গ্রামে আব্দুল আজিজের (আজিজ ম্যানেজার) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

১৫ ফেব্রুয়ারি( সোমবার) দিবাগত রাত ৩ টার দিকে ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজ-পত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতদল বাড়ির গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। আব্দুল আজিজ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ঘরের আলমারিতে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজ-পত্র ডাকাতদল লুট করে নিয়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় কোনো মামলা করেনি বলে জানান দোহার থানা পুলিশ।

আপনার মতামত দিন