দোহারে বন্যা কবলিতদের মাঝে রান্না করা খাবার বিতরন

198
দোহার

ঢাকার দোহারে বন্যার্তদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। বুধবার উপজেলার মুকসুদপুর, নারিশা ও নয়াবাড়ি ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নেয়া পানিবন্দি হাজার অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দোহারের বন্যায় কবলিত মানুষের মাঝে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন ও উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, পিআইও মো. আল-সাঈদ, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম,এ হান্নান,নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান প্রমুখ।

আপনার মতামত দিন