দোহারে বন্যার্তদের মাঝে “সে টুগেদার” এর ত্রান বিতরণ।

রবি বার  প্রায় ১৩০ পরিবারে মধ্যে এই  ত্রান বিতরণ করা হয়। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি লবণ,  এক লিটার তৈল, বিস্কুট  এবং খাবার স্যালাইন  দেওয়া হয়। সে টুগেদার এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

406
দোহার উপজেলায় চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবি বার  প্রায় ১৩০ পরিবারে মধ্যে এই  ত্রান বিতরণ করা হয়। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি লবণ,  এক লিটার তৈল, বিস্কুট  এবং খাবার স্যালাইন  দেওয়া হয়। সে টুগেদার এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। সে টুগেদার একটি সেবামূল সংগঠন  এ সময় “সে টুগেদার” এর পক্ষ থেকে ত্রানবিতরণ কর্মসূচিতে অংশগ্রনহ্কারী সকল সদস্য, শুভাকাঙ্খী ও আর্থিক সাহায্যকারীদেরকে ধন্যবাদ জানায়।

ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, সে টুগেদারের এক ঝাক তরুন।

আপনার মতামত দিন