দোহারে বজ্রপাতে যুবকের মৃত্যু

583
দোহারে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঢাকা জেলা দোহার উপজেলায় বজ্রপাতে পদ্মার তীরবর্তী এলাকায় সোমবার ফরিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি বিলাসপুরে বাল্কহেডে কাজ করতেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভারী বর্ষণের সময় নদীতে একটি বাল্কহেডে কাজ করছিল ফরিদুলসহ আরও কয়েকজন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জসিমউদদীন বলেন, সোমবার বিলাসপুর থেকে ফরিদুল নামে এক জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।মৃত্যু অবস্থায়। তিনি বজ্রপাতে মৃত্যু বরন করেছে।

আপনার মতামত দিন