ঢাকা জেলার দোহার উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। সোমবার ১৮ই এপ্রিল জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার অনুষ্ঠিত ও আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এসময় ভীষণ গরমকে উপেক্ষা করে, সকাল থেকে দুপুর পর্যন্ত উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান দোহার উপজেলা প্রশাসন ও দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার ফলাফলঃ
বাংলা ভাষা ও সাহিত্যঃ”ক” বিভাগের প্রথম, জান্নাতুল ইসলাম – বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়। খ” বিভাগের প্রথম, সিয়ামুর রশিদ সিয়াম – মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ। ” গ” বিভাগের প্রথম, তানহা – বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধঃ “ক” বিভাগের প্রথম, নূরে জান্নাত নিশাত-নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়। খ” বিভাগের প্রথম, আনজুম জুবাইদা- মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়, দোহার,ঢাকা। ” গ” বিভাগের প্রথম, সাবিকুন নাহার- মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ।
গনিত ও কম্পিউটারঃ “ক” বিভাগের প্রথম, মাহিদুল ইসলাম – মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়।”খ” বিভাগের প্রথম,লামিয়া আক্তার-বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার,ঢাকা। “গ” বিভাগের প্রথম, মিথিলা রানী দাশ- মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ।
বিজ্ঞানঃ “ক” বিভাগের প্রথম, সানজিয়া- ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়।” খ” বিভাগের প্রথম, শিকদার মোহাম্মদ জিয়া- জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।”গ” বিভাগের প্রথম, ইসরাত জাহান – মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ।