দোহারে ফেন্সিডিল সহ যুবক আটক

260

ঢাকার দোহার উপজেলার খাড়াকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৩১ বোতল ফেন্সিডিলসহ আ. মান্নান নামে এক যুবককে আটক করে দোহার থানা পুলিশ। আটককৃত আ. মান্নান (৩০) ওই গ্রামের প্রয়াত শাহমুদ্দিনের ছেলে।

দোহার থানার উপপরিদর্শক মো. সেকান্দার জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আ. মান্নানকে আটক করে থানা পুলিশ। মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় ফেন্সিডিল ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে দোহার থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান। 

আপনার মতামত দিন