দোহারে ফসল নিয়ে সংঘর্ষে খুন

371

 

ঢাকা জেলার দোহার থানার মাহমুদপুর গ্রামে কালাই ফসল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। গত সোমবার বিকালে ফসল ভাগাভাগি নিয়ে জমির মালিক কলম পাঠাদার(৭৫) এর সাথে বর্গা চাষী মোহন শেখের(৫০) সাথে তর্কাতর্কি হয়।

আজ ৬ই মার্চ সকাল ৮টায় কলম পাঠাদারের ছেলে ইউসুফ পাঠাদার মোহন শেখের বাড়ীর পাশের নিজেদের ফসলি ক্ষেতে কাজ করতে গেলে মোহন শেখ তার লোকজন নিয়ে ইউসুফ পাঠাদারকে আক্রমণ করে। খবর পেয়ে, পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে এগিয়ে এলে দুপক্ষের মধ্যকার সংঘর্ষে শাবলের আঘাতে ঘটনাস্থলেই কলম পাঠাদার গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে, দোহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। 

http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/423228_361650377199206_100000627401224_1184403_557984508_n.jpg
গ্রেফতার হওয়া আসামি মোহন শেখ(৫০)

এ ব্যাপারে নিহতের ছেলে নিউজ৩৯ কে জানান, তারা থানায় একটি মামলা দায়ের করেছেন। আর এ হত্যাকাণ্ডের জন্য তারা মোহন শেখ ও তার সঙ্গীদের দায়ী করেছেন বলে জানান। এছাড়া নিহতের স্ত্রী আহত অবস্থায় হাঁসপাতালে চিকিৎসাধীন আছেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, আসামীকে আহত অবস্থায় গ্রেফতার ও হাঁসপাতালে চিকিৎসাধীন আছে। তদন্ত চলছে বলেও তিনি জানান।এছাড়া মোহন শেখের স্ত্রী ও আটক হয়েছেন।

অন্য খবর  নবাবগঞ্জে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপন

http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/431262_361651373865773_100000627401224_1184406_2142216361_n.jpg

 আহত ফজু বেগম

আপনার মতামত দিন