দোহারে প্রেস ক্লাবের ভবন নির্মান কাজের উদ্বোধন

70

ঢাকার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টা দিকে দোহার প্রেসক্লাবে নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের উপদেষ্টা,দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এ সময় তিনি দোহার প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে মোঃ আলমগীর হোসেন বলেন, দোহার প্রেসক্লাব একদিন সম্পূর্ণ হয়ে যাবে। আমরা হয়তো একদিন কেউ বেঁচে থাকবো না। আমাদের সবাইকেই পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী মরে যেতে হবে। এখন নতুন যারা আসবে, তারাই আমাদের কথা বলবে। তখন এই নতুন প্রজন্মের সাংবাদিকরা সাংবাদিকতা করবে। এখানে এসে তখন স্মৃতিচারণ করবে যে, আমাদের পূর্ব পুরুষ সাংবাদিকতায় কারা কারা আমাদের এই সুন্দর প্রেসক্লাবটি করে দিছেন। এটা ইতিহাস হয়ে থাকবে এবং সেই ইতিহাস নিয়ে আলোচনা থাকবে সেই নতুন প্রজন্মের সাংবাকিদের মধ্যে।

তিনি উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং সব সময় সত্যের সাথে থাকবেন।

অন্য খবর  ৬০ বছর পর ‘বন্ধুর’ সাথে দেখা: পাকিস্তানি প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল হক, নিউজ৩৯ এর সম্পাদক তারেক রাজীব,আবু নাঈম দোহারী, কাজী জোবায়ের আহমেদ, মোহাম্মদ শাহজাহান, সুতারপাড়া ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য আবেদ সওদাগর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত দিন