দোহারে প্রেসিডেন্ট স্কাউট’স তামিম বিন জামানকে সংবর্ধনা

259
দোহারে প্রেসিডেন্ট স্কাউট'স তামিম বিন জামানকে সংবর্ধনা

বাংলাদেশ স্কাউটস দোহার উপজেলা স্কাউটের সাবেক ও বর্তমান স্কাউট বৃন্দের সৌজন্যে দোহারের উত্তর শিমুলিয়া গ্রামের সন্তান, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর স্কাউট তামিম বিন জামান, বাংলাদেশ স্কাউটসের স্কাউটদের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট স্কাউট’স অ্যাওয়ার্ড -২০১৯ অর্জন করায়  সংবর্ধনা প্রদান করা হয়। ৯ ডিসেম্বর, ২০২০ খ্রীঃ রোজ বুধবার দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সভাকক্ষে  সকাল সাড়ে ১১ টার দিকে তামিমকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান,  সালাউদ্দিন দরানী। তিনি বলেন, “তামিম, দোহার উপজেলার কৃতি সন্তান। একজন মানুষ ছোটো থেকেই ভালো দিকে ধাবিত হলে সে সৎ ব্যক্তি হিসেবেই একদিন সফলতার শিখরে পৌঁছে যায়, আর খারাপ সঙ্গে, খারাপ দিকে ধাবিত হলে সে বিফলতায় পর্যদুস্ত হয়। তামিমকে আমি প্রায়ই দেখি স্কাউটিং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করে, ঝাপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদে। দোহারে তামিমের মতো সবাই ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে এগিয়ে যাক এই কামনা করি। “

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা স্কাউট এর সাবেক সম্পাদক জনাব এস এম খালেক, দোহার উপজেলা স্কাউট এর সাবেক সম্পাদক এবং মালিকান্দা  মেঘুলা স্কুল এন্ড কলেজের সাবেক স্কাউট লিডার আফসার উদ্দিন,  মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক রাজু ইসলাম, স্কাউট লিডার মোঃ ফয়সাল, পদ্মা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোল্লা মোহাম্মদ  এমদাদুল হক চাঁন, গভর্নিং বডির সদস্য  ডা. মোঃ শাহজাহান,  কাজী ফরহাদ হোসেন, পদ্মা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দসহ দোহার উপজেলার প্রাক্তন রোভার স্কাউটবৃন্দ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র অধ্যক্ষ অজয় কুমার রায়।

অন্য খবর  দোহারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীঅস্ত্রসহ ৫ ডাকাত আটক

উল্লেখ্য দোহারে সর্বপ্রথম ২০১০ সালে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করে সাইন পুকুরের মোঃ মহসীন। সে মধুর খোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলো।

আপনার মতামত দিন