দোহারে প্রেমজনিত কারনে কিশোরের আত্নহত্যা

769
দোহারে প্রেমজনিত কারনে কিশোরের আত্নহত্যা

দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজার সংলগ্ন উত্তর শিমুলিয়া গ্রামে প্রেমজনিত ঘটনার জের ধরে জয় মন্ডল নামে এক কিশোর ফাসিঁ দিয়ে আত্নহত্যা করে। ২৫ মে সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জয় মন্ডল উত্তর শিমুলিয়া গ্রামের মেঘুলা ওয়ার্ডের জুয়েল মেম্বারের বাড়ি সংলগ্ন নারায়ণ মন্ডলের ছেলে। জয় মন্ডল মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ শিমুলিয়া গ্রামের রতন মন্ডলের মেয়ে রিত্তীকা মন্ডলের সাথে প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল জয় মন্ডলের। বিগত ৫ থেকে ৬ মাস আগে রিত্তীকা মন্ডলের বাবা মা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলে রিত্তীকা মন্ডল বাড়ি থেকে পালিয়ে জয় মন্ডলের বাড়িতে চলে আসে। পরবর্তীতে রিত্তীকা মন্ডলের খালা তাকে নিয়ে যায় এবং বিচার সালিশীর মাধ্যমে বলা হয় যদি কেউ কারো সাথে দেখা করে তাহলে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। গত ২৪ মে রিত্তীকা মন্ডল দেখা করতে বললে জয় মন্ডল তার সাথে দেখা করে। রিত্তীকা মন্ডলের খালা বিষয়টি জানতে পারে এবং আবার ২৫ মে বিচার সালিশীর আয়োজন করে।

অন্য খবর  ছাত্রলীগের সম্মেলনে যোগাযোগ কমিটিতে দোহারের আরমান হোসেন অপু

বিভিন্ন দিক থেকে আসা চাপ সহ্য করতে না পেরে ফাসিঁ দিয়ে আত্নহত্যা করে না ফেরার দেশে চলে যায় জয় মন্ডল।

আপনার মতামত দিন