দোহারে প্রশাসনের অভিযানে কারেন্ট জালসহ ৫ জেলে আটক

72

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে দোহার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সেসময় একলক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় সেই সাথে প্রায় ৩০ কেজি ইলিশ মাছসহ ৫ জেলেকে আটক করা হয়েছে ।

গতমঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহার এর নেতৃত্বে পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেসময় দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা পাচজন জেলেকে আটক করেছি ইলিশ মাছ ধরার অপরাধে পরে জব্দকৃত ৩০ কেজী ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, আমরা জুলহাস শেখ,মুসলেম,তোতা বেপারি,আঃ কাদের নামে চারজনেকে সাত দিনের জেল ও ছকেল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত দিন