দোহারে প্রশাসনের মোবাইল কোর্টের অভিজানে ১৩ জন কে অর্থদণ্ড

386

ঢাকার দোহার উপজেলা বাসতলা পালামগন্জ এলাকায় ড্রাইভিং লাইলেন্স ও হেলমেট না থাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৩ জন কে অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার ১মার্চ বিকালে দোহার উপজেলার বাসতলা পালামগন্জ এলাকায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ড্রাইভিং লাইলেন্স ও হেলমেট না থাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ জনকে ৪হাজার ৯শত টাকা অর্থদন্ড দেয়া হয়।

এসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি বলেন দোহারে বেশিরভাগ বাইকারগণ হেলমেট সহ লাইসেন্স ব্যবহার করে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে রাস্তায় দূর্ঘটনায় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে এধরনের অভিজান দোহারে চলমান থাকবে।

অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশের সদস্যগণ।

আপনার মতামত দিন