দোহারে পিএসসির পাশের হার ৯৯ শতাংশ

573
দোহারে পিএসসির পাশের হার

সারা দেশের মতো দোহারেও পিএসসিতে অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে দোহারের কোমলমতি শিক্ষার্থীরা। সারা দেশের ধারাবাহিকতা বজায় রেখে ৪৫৮১ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে মাত্র ২০ জন। জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬০ জন শিক্ষার্থী।

পিএসসি পরীক্ষার রেজাল্টের জন্য সকাল থেকেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হলেও দুপুর বারটায় রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে দূর হয় সব উৎকণ্ঠা। সারা দোহারে ৪৫৮১ জন শিক্ষার্থীর মাঝে পাশ করে ৪৫৬১ জন। মাত্র ২০ জন শিক্ষার্থী ফেল করে। ৪৫৬১ জন শিক্ষার্থীর মাঝে জিপিএ ৫ অর্জন করেছে ৩৬০ জন শিক্ষার্থী। সেই সাথে এ গ্রেড লাভ করেছে ১৬৮৩ জন শিক্ষার্থী।

অসাধারন এই রেজাল্টকে শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফল হিসাবে বর্ণনা করেছেন দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী সুলতানা।

আপনার মতামত দিন