দোহারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত

174
দোহারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত

“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে দোহার উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকলে প্রসব কালীন সেবা নিয়ে মতবিনিময় করেন। এ সময় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য খাতে ২০১৭ সালে অর্জিত সাফল্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা সমূহ নিয়ে উপস্থিত অতিথিরা তাদের চাঞ্চল্যকর বক্তব্য তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, মেডিকেল অফিসার আ.ন.ম. মোস্তফা কামাল মজুমদার, সহকারী কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মোঃ ফরিদুল ইসলাম সহ উপজেলা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মতামত দিন