দোহারে পদ্মা নদীর স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

823
দোহারে পদ্মা নদীর স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দোহার উপজেলার ডাইয়ারকুম বোয়ালীর চক এলাকায় পদ্মা নদীর স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারঁটায় উপজেলার ডাইয়ারকুম বোয়ালীর চক এলাকায় পদ্মা নদীর পানির স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত এক লাশ স্থানীয়রা দেখতে পেয়ে দোহার থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস আই হাফিজুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান।

এ সময়ে পানির তীব্র স্রোতে ও র্দূগন্ধে অজ্ঞাত গলিত লাশটি ভাসতে ভাসতে বোয়ালীর চক এলাকায় পৌছালে স্থানীয় পশুর চামড়া কাটার ডোমের সহযোগীতায় ২ ঘন্টার টানা পরিশ্রমে অবশেষে গলিত লাশটি উদ্ধার করেন।

গলিত লাশের পচন গন্ধেঁ স্থানীয়রা সবাই সটকে পড়েন। এস আই হাফিজুরের সাহসিকতায় অবশেষে ভাসমান গলিত লাশটি উদ্ধার সম্ভব হয়।

এ বিষয়ে দোহার থানার এস আই হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটির শরীরের অধিকাংশ পচঁন ধরেছে। ধারনা করা হচ্ছে লাশটি নারীর এবং পদ্মা নদীর ওজান থেকে পানির স্রোতে ভেসে লাশটি লোকালয়ে প্রবেশ করেছে।

আপনার মতামত দিন